কোন একদিন যদি
এমন হত
তুমি আমি মৃত্যুকে
ঝেড়ে ফেলে উঠে আসতাম
আবার এই পৃথিবীতে;
হাঁটতাম পাশাপাশি
যেমন করে হাঁটতাম
একদিন পৃথিবীর পথে;
বসতাম যমুনার ধারে বালুকাতটে।
রাত জেগে জোসনার সাথে
করতাম খেলা;
কুড়াতাম মুঠি মুঠি
ঝড়া শিউলি;
দেখতাম বকুল ঝড়ছে
ঝড়ছে শিশির; চিলের ডানার
শব্দ শুনতাম গাঙের পাড়ে;
ঝিঁঝিঁ পোকার এক নাগারে
শব্দের মাদকতা
জোনাকির আলোয়
গাঢ় হয়ে আসে ।
এই বলনা
কেন তা পারি না-
মৃত্যু এত নিষ্ঠুর কেন?