তুমি আমি কতদিন এখানে বসেছি
গেয়েছি হেঁটেছি শুয়েছি নির্জনে;
জানিনা আরো কতদিন
এখানে বসব হাঁটব গাইব
আমরা দুজনে ।
এই বাবলা ছাতিম হরিতকী
ও জামগাছে;
যেমন বসে থাকে দুটি ফিঙে পাখি
চোখে চোখ রেখে পাশাপাশি;
তবু ও একদিন ওরা মিলে যাবে
এই কান্তার হতে মিলে যাবে
আমাদের ও গল্প রাশি রাশি ।
তারপর এখানে নতুন কোন বিহঙ্গ
মিথুন বসবে গাইবে
আবার নতুন যুগল কোন
করবে হাসাহাসি ।
তারপর আমরা কোন একদিন
ইন্দ্রপুরী হতে আসি
নিয়ে ক্ষণেক ছুটি;
এখানে একটু খানি হেটে যাব ।
জানি, তখন হয়ত সকালের  
কমলা রোদ হয়ে গেছে
ফিকে আর বাসি ।