আমি অন্ধ,বোধের দরজায় তালা
ভাবনা উদাস স্মৃতি বৈকল্য
নসারন্ধ্র অনুভুতি শুন্য
তাই পাই নাই
তোমার শাড়ীর সুঘ্রান
বুঝি নাই এখন অঘ্রাণ ।


কখন উদোম হয়ে গেছে
পর্ণমোচী বৃক্ষরাজি সকলে
পউষ উন্মুখ হয়ে আছে
পালাবদলের মালাবদলে
কখন রচেছে হেমন্তের অখ্যান ।
শীতল বাতাসে ধোয়া নির্মেঘ
আকাশ; কাশফুল ঘাসফুল
মাস্তুল ভাঙা নৌকা
শুকনো নদী মাঝি
চোখ রগড়ান ।
বুঝি নাই এখন অঘ্রাণ ।