মাগো তোর কাছে ছিল যা
সবচেয়ে দামি
দিয়েছিলি সেই সম্ভ্রমখানি
দিয়েছিলি আরো সন্তান ও স্বামী
একটি ফুলকে ফুটাবি বলে হায়;
মাগো দেখে যা আয়
তোর সে সাধের স্বাধীনতা আজ
ধুলোতে গড়ায়!
ছিন্নমূল পথশিশু
অনাহারী আর পিপাষু
মানুষেরা স্বাধীনতা চুলোতে পোঁড়ায়
মাগো দেখে যা আয়
তোর সে সাধের স্বাধীনতা আজ
ধুলোতে গড়ায়!
আজো মাগো তোর নয়নের মণি
তোরই কন্যা তোর ভগিনী
পন্য আজ পথে পথে
গয়নাসম সম্ভ্রম তার
খুলে নেয় দেহ হতে ।
তোরই সোনা জাদু
আজ মারিছে সাধু
খুনে খুনে ভেসে যায়
মাগো দেখে যা আয়
তোরই সাধের স্বাধীনতা আজ
ধুলোতে লুটায়!
একটি ফুলকে ফুটাবি বলে
এক দুঃস্বপ্ন টুঁটাবি বলে
কালো কলংকের মল
পড়েছিলি তুই পায়;
মাগো দেখে যা আয়
তোর সে সাধের স্বাধীনতা আজ
ধুলোতে গড়ায়!