কৃষকের কোদাল কামারের হাতুরী
জানে না কোনই ছল চাতুরি
কুলির ঘাম মজুরের দাম
শিক্ষিত শয়তান করে চুরি!
ভ্যান চালক রিক্সাওয়ালা
শন পাঁপড়ি ওয়ালা
বাদাম ওয়ালা
মুচি চামার মিস্ত্রী
বাসের ভিতরের
পাপ্পন ওয়ালা
হকার বাম ওয়ালা
হরেক মাল ওয়ালা
দু'মুঠো ভাতের জন্য
ঘরে থাকা কয়েকটি ঠোঁটে
তুলে দেবে বলে অন্ন
হন্য হয়ে বন্য বল্গা
হরিণের মত ছোটে!
রাস্তায় মাঠে ঘাটে হাটে
বাসে ট্রেনে লঞ্চে বোটে ।
খাবারের বাটি হাতে
লম্পট কলিগের সাথে
অথবা বখাটের
পাশের সীটে
গাদা গাদি করে
বুকে পেটে পীঠে
স্পর্শকাতর অঙগ শরীর ঘেষে
ঠেলাঠেলি করে শেষে
চাপাচাপি ঝাঁপাঝাঁপি করে
দুঃশ্চরিত্রের কটু কথা
শুনতে শুনতে চলে যায়
কিশোরী যুবতী
মধ্য বয়স্কা পৌঢ়া
কাজের মানুষ ।
আর জ্ঞানপাপী ধ্যানপাপী
ধান্দাবাজ চাঁন্দাবাজ
সনদধারী সরকারী
আধা সরকারী বেসরকারী
দরকারী অদরকারী
বৈধ অবৈধ অস্রধারী
আইনের পোষাকধারী
এমনকি সশস্র প্রহরী
কর্মকর্তা কর্মচারী
কেউবা বক ধর্মাচারী
শুষে নেয় মুছে নেয়
চেঁটেপুটে লুটে নেয়
মেরে খায় কেড়ে খায় বারবার
সমস্ত ছিন্নমূল অনাহারী আর
অর্ধাহারী মানুষের মুখের খাবার
অথচ, তার নেই কোন প্রতিকার!!