হাতের কাছে সব আছে
কবিতার বই
কবিতার খাতা
লেখার কলম
আছে কল্পনা যুঁতসই!
অভিধান আছে
অভিমান আছে
অভিসার নেই শুধু সই!
তাই কলমের বল
জমে গেছে নিবে
ফুরিয়েছে তেল
ভাবনার প্রদীপে ।
স্বান্তনা আছে
শান্ত বালিশে
কোলের কাছে
শুধু তুমি নেই পাশে
এই অঘ্রাণ মাসে;
তাই অভিমানী কবিতাখানি
আসেনারে কাছে;
শূধু দূরে থেকে হাসে!
পাখিরাও ছিল
আখি কেঁদেছিল
কবিতাও ছিল
রাখি বেঁধেছিল
আমি একা নই
শিশুরা করেছিল সেদিন হইচই ।
সেই শালিখটা আছে
আর দেবদারু গাছে
শ্যমা পাখি নাচে
নীল প্রজাপতী ঘাসে;
বাদুরে ছিঁড়ছে ঠিকই পাকা বরই ।
শুধু তুমি আছ কই?
তাই শব্দের খই
ফোটেনা হৃদয়ে বুঝি কবিতারা সই ।