নতুন কবিতা লিখুন
স্যার,
একটি নতুন কবিতা লিখুন ।
বন্ধু তুমিও একটি লেখ
যখন চারিদিকে
গুম খুন!
যখন মানবতার মুখে পড়িছে
সত্য নিত্য  কালি আর চুন।
সময়ের সাথে খায় যেন খাপ
বন্ধ হয় যেন আর্ত বিলাপ
আঘাতে যেন বাড়ে না আর
লাফিয়ে রক্ত চাপ
মুছে যায় সব কষ্টের ছাঁপ
এমনি তীক্ষ্ণ ছন্দের মাপ
ধারালো শব্দে নিঁপুন।
বন্ধু তেমনি একটি কবিতা লেখ
স্যার আপনিও
একটি নতুন কবিতা লিখুন।
যখন দেশে দেশে চলে নীরব হত্যা
বিবেকে ধরেছে ঘুণ!
চারিদিকে চলছে গুন্ডামি ভন্ডামি
নষ্টামিতে ছয়লাব
স্বাধীনতা নিয়েও চালায় ব্যাবসা
চেতনাধারী কাল সাপ।
মৌসুম এলেই মুখে তোলে ফেনা
কথায় কথায় মুক্তিসেনা
একাত্তর যেন দাদার বোনা
বাপের চারায় লাগানো বেগুন!
আবার দেখি হেসে খেলে কেউ
লাগিয়ে দিচ্ছে
নিজের ঘরেই আগুন!
এত রক্ত হোলি খেলা হয়
এমনি পাষান এমনি নিদয়
দিনে দিনে যেন
বাড়িতেছে বহুগুন।
অনেক হয়েছে প্লিজ,
এবার থামতে বলুন
একটি নতুন কবিতা লিখুন।