তুই অনেক ক্ষমতা রাখো
মাঝে মাঝে তুই
তাই রক্ত চাখো!
ভয়ে ভয়ে তাই সালাম করে
হয়ত দুর্বল!
ভেবনা এ শ্রদ্ধার ফসল!
একটু পরেই শুনতে হে কান পেতে
বলছে 'সালা হারামজাদার দল'...
বলছে তোরে কুত্তা শুঁয়োর
খুলে মনের ঘরের দুয়োর
বদমাইশের বাচ্চা পিওর;
সিওর,বলছে অনর্গল...!
ভেবেছিস তুই দেবতা আজ
বুঝি বোঝেনি মানুষ 'ছল'।
রাতারাতি ফুলে আঙ্গুল
কলা গাছ হয়
সাগর তুই করছো চুরি
এ পুকুর চুরি নয়!
মৌসুম এলে আসবি তুই
দোয়া নিবি বলে
তবু তুইই করবি পাশ
কেউ ভোট না দিলে!!!
দিনে দিনে তাই তোর
গজাবেরে পাখা;
আমোদ হবে ফূর্তি হবে
হবে,আরো রক্ত চাখা!