আমার স্বাধীনতা ময়না পাখি
আদরে যত্নে খাঁচায় রাখি
ভাতের দানা ভাল খানা
খাঁচার ভেতর দেইরে মাখি
তবু মুক্তি চাস?
কাটব ডানা না কি?
এভাবেই আজ বন্দী স্বাধীনতা
শিকল পড়া যে পায়
স্বাধীনতা তোরে খুবলে খুবলে খায়
দাঁতাল কুকুর করছে শুকুর
আদায় লক্ষ লক্ষ বার!
তাইতো কুকুর ভেংচি কাটে
ক্ষমতার সাথে সখ্য তার!
তিরিশ লক্ষ ইতিহাসের ছেঁড়া
দু'টি পাতা!
নয় মাসের যুদ্ধে পেয়েছি দু'দিনের
স্বাধীনতা!!!