গাল গপ্পের গৌরব
সৌরভ ছড়াতেছে কেউ কেউ
কবিতার আকাশে।
অবাস্তব মেঘেরা গর্ভবতী হয় কি বল বাতাসে?
অপবাদ কখনও আবাদ করে
মানবতাবাদের ফসল তোলা যায়না ঘরে;
সোনার পাথর বাটি আকাশ কুসুম কল্পনাই হয়ে থাকে
ডুমুরের ফুলের মধুর মতই লাগে।
টাকাতে বাঘের চোখ,দুধ ও হয়ত মিলে;
তাই বলে টাকায় মানবতা? ঢাকায় ব্যাস্ত সড়কের চাকার তলে
পিষ্ট পানির বোতলের মত
চিড়ে চেপ্টা হয় অদ্ভূত স্বপ্ন গুলো।
বাতাসে দূর্গ গড়ে অতি মানবিক
ফ্যাতলা বাঁচাল হায়;
বকবকে বক মারা গেলেও
সত্যেকে গলাটেঁপা দায়!!