ঠোঁটের কাছে কিছু আঙুল
ঘোরাফেরা করছে কি ভুল?
ঠোটের ভেতরে আছে মুখ
হাতের কাছেই দুটো চোখ
তবু থুতুনি খুঁজে মরছে
কার প্রিয় উষ্ণ চিবুক;
জিহ্বার কিনারায় ঝুলে আছে স্বাদ
নাকের ডগায় ঘুরছে বিষাদ
থির থির কাঁপছে কা'র আঁখি পাত
বুকের কাছে তোমার নরম
চিকন দু'টি হাত!
আজ মাথার চুলে চুম্বন ওড়ে
ডাকছে ঈশারা ঘনিষ্ঠ স্বরে!
আজ মিলন মিথুন শৃংগার রস
তাই কবিতার ছন্দে নেমেছে ধ্বস্ ।