যেদিকে তাকাই তোমার প্রতীক্ষা
অপেক্ষা তীর্থের কাক;
কুয়াশার আবছা আলোয় তোমার
নরম মুখচ্ছবি;
তোমার হাতের স্পর্শের দাগ
আমার জামার আস্তিনে আলতো ছোঁয়া নিবিড় চুলের গন্ধ
তোমার শাড়ী ধোয়া বাতাস আমার কোলে তোমার পীঠ।
চিট চিটে স্মৃতি তেল কালি ধুলোমাখা মনের ছেঁড়া অ্যালবাম।
তোমার অতীত হলুদ খামে ভরা
এক গাদা অস্থিরতা স্থবির করে রাখে
বুকে বিঁধা শুল।
ভুলের মাসুল দায় কার
কেউ জানিনা মিলন,শুধু প্রস্থান জানা;
চন্দ্র মল্লিকা ফুটে আছে কে ছিঁড়ে এনে
হাতে দিয়ে বলবে ক্ষমা করো
এবার না হয় ভুল হয়ে গেছে।