কখন কুয়াশায় কেঁদেছে আজকের ভোঁর;
বুঝি নাই কার বিচ্ছেদ শোকে।
স্বচ্ছ শিশির কখন কেঁদেছে
হয়েছে লোহিত অশ্রু
কৃষ্ণচূড়ার ডালে
বুঝি নাই কার বিচ্ছেদ শোকে।
আমারি অজান্তে চোখের সাগরে
জমেছে অশ্র্রুর ফেনা বুঝি নাই;
গভীর রাতে কখন ডেকেছিল
দুখিনী ডাহুক নদীর চরায়
জোছনার অশ্রু ঝরেছে কখন
ডিঙির ছইয়ে-বৈঠার 'পরে
বুঝি নাই কার বিচ্ছেদ শোকে।