ভোরের কুঁয়াশা ভরা ভীষন শীতে
ভোরের কাকের কর্কশ সঙ্গীতে
ঘুম থেকে উঠে জানলা খুলে উকি দেই;
কুঁয়াশায় দৃষ্টি পড়ে আছে ঢাকা
হিমেল বাতাসে কপাট খুলে যায়নাকো রাখা।
আমের শাখা দোয়েলবিহীন আবছা
বেঢপ লেখেছিল তখন।
তবু কান পেতে থাকি শোনা যাবে শীস্ তার কখন।
হিমে কন্ঠ গেছে বুঝি জমে
নীরব দোয়েল অথবা রয়েছে ঘুমে'
আমি অলস বিছানায় ঘুমিয়ে আছি জেগে;
মুমুর ঘুম দেখে মা যান রেগে।
ওঠ মুমু ওঠ পড়তে বস
খাবি নারে টাটকা খেজুরের রস?