যতবার মরে যাবো
ততবার উঠে এসে
দেখবো প্রিয় তোমার নরম মুখ;
শাদা বুক বলাকার ঠোট ;
শুনবো বোলতা ভিমরুল মৌমাছিদের গুঞ্জন;
তোমার দুলের মত ভেরেন্ডা ফুল
মটমটিয়া ঘাস ফুল আর কুলঞ্জন।
দেখবো চড়ুই দূর্গা টুনটুনি তোমাদের মুখ;
প্রিয়ার ঠোটের মত টিয়া
আর চন্দনার ঠোট;
উলোট পালোট করে দেখবো জলডুমুরের ফুল নাকি ফল?
নিশি বক আর ডাহুকের ডাক
শুনবো বারবার আমি অনর্গল।
নীল যমুনায় নামি
করবো প্রভাতের স্নান।
ভেঙে খান খান হৃদয় আমার
লাগাবে জোঁড়া কালো দাঁড় কাক।
হলুদ শাদা বেনে বৌ নীল মাছরাঙা
আর বুলবুলি পাখি; আঁখি ভরে দেখবো হেলেঞ্চার শাক।
বাংলার রূপ রস গন্ধ ভরে
একদিন যাবো আমি মরে
তবে শিরিষ গাছের পেঁচা
আর দাঁতরাঙা ফুল;
ভুলবো কেমন করে?