যতবার ফিরিয়ে দেবে দূরে
তোমার ছায়াপথের সীমানা থেকে
অন্য ছায়াপথের দিকে
ঠিক ততবার অথবা তারও বেশি পুরনো সে সুরে বলে উঠব
ধূলি ধুসরিত মলিন ফিকে কন্ঠে "ভালবাসি"....
তোমার ফেরানো বাক্য মধুর করে
করবো লালন বুকের কক্ষে
হৃদয়ের শোবার ঘরের দেয়ালে
ঝুলিয়ে রাখব বাণীর মতন।
যতন করে বার বার মুছে দেবো
ধূসর বাণী।
রাণী তুমি একটু খানি হেসো
আর বোলো তোমায় লাগেনা ভালো!
তুমি বড্ড বেয়ারা আর অগোছালো!!
আমি তাই গিলবো অমৃত ভেবে।
তোমার পথের ধুলো তুলে রাখবো
স্মৃতীর বয়ামে ভরে;
যত্ন করে তোমার ঝরা কেশ রেখে দেবো বুক পকেটের ভেতর;
মাঝে মাঝে তোমার গন্ধ নেবো টেনে
একদিন ভালবাসায় হয়তো নেবে মেনে ;সেই আশায়......
অথবা ঘৃনার দৃষ্টি নিয়ে চলে যাবো
তোমার সুখী হওয়া পৃথিবী থেকে দূরে ঢের দূরে আরো দূরে তবু
সুখী যদি হও।