তোমার বসন্ত দিনে
আমি নির্ঘুম
তোমার পথের ছাঁপ গুনে
আঁচলের দাগ ধরে চলে যাই পাথারের দিকে।
বেসুমার ঝরা পাঁপড়ি মাড়িয়ে
চলে যাই অচেনা অরণ্যের পথে
তবু যদি তোমার সহবাসে
একটু ঘুমুতে পারি!
একটি বিকেল কাটাতে পারি
তোমার হাত ধরে মায়ামৃগ
ঘুরতে পারি।
তোমার ডানার পেখম মেলে একসাথে উড়তে পারি
শুধু একবেলা প্রিয়;
দিও সেই অধিকার।
তোমার বাদল দিনে
যেভাবে ভিজিয়েছ শাড়ী;
তবু কেন আঁড়ি?
আঁচলে মুখ মুছে দিও;
বুকে টেনে নিও
তোমার বসন্ত দিনে।
আমার জল চাও দু'চোখ ভরে দেব
তোমার কষ্ট সব দু'হাত পেতে নেব
তবু সহবাসের
ঘুম চাই প্রিয়।