তোমাকে আদরে সাদরেই গ্রহনে ছিলাম আমি তৈরী
কিন্তু কপাল পোঁড়া আমার হলো আজ বসন্ত বৈরী।
ফুলের গন্ধ মুছে কে যেন দিয়ে গেল মাছ পঁচা এক দূর্গন্ধ আমার নাকে।
কাকে বলবো কখন কিভাবে বাঁকে
বাঁকে বেজায় বাঁধা এসে দাড়াচ্ছে যেন
কেন বসন্ত বৈরী কেন??
ভোঁরের আলো ফোটে কুসুম ফোটার মত ; বুকের ভেতর দেখি ক্ষত কত
দুঃস্বপ্নে রত রাতের তারারা নিভে জ্বলে ছন্দ্বহীন তালে;
বসন্তের সুবাস নেই বুঝি ভালে!!
কালে কালে ক্ষয়িত হৃদয় নিয়ে বেঁচে থাকা এলোমেলো স্বপ্ন আঁকা মনে।
ক্ষণে ক্ষণে বিদ্রোহী হয়ে ওঠে মগজের নিউরনে প্রেম।
ভালবাসা আশাহীন দুরাশার কুয়াশায় ভরা;
বসন্তেও অদূরের গাঙ্ খানি মরা।
চড়া মূল্যে তুমি বিকোবে সুদূর হৃদয়;
নিদয় হৃদয়হীনা তবু ভালো কষ্টের থেকে দুঃখ ভালো আলোর চেয়ে কালো আমার বসন্ত যে বৈরী আজ।