বসন্ত ছিঁড়ে আমি ফুলের পাঁপড়ি দলে যাই
বিলেতি বিবেক আর ধার করা আহাম্মকি ভাই!
কোকিলের কন্ঠ ফেটে কাকের সাথে মিশে নেই
গোলাপের মৃত্যু দেখে হেসে হেসে নাচি ধেই ধেই!
সুন্দরের শুশ্রু ছেঁটে প্রেমের গলা কেটে আমি মজা পাই
সফেদ হৃদয় পুঁড়ে ঘুরে ঘুরে বংশী বাঁজাই!
আমি উজবুক ভাবনায় কেটে দেই আমার সারা বেলা
সত্যেকে গলা টিঁপে বীরের বেশে ছদ্মবেশী খেলা।
আমি বেয়াদব ভারি মজাদার মিথ্যুক ভাঁড়
আমাকে লাথি মেরে সাহসী পদক্ষেপে বলো দেশ ছাঁড়!!!