মাথার ভিতরে এসে খোঁচা দেয়
হিজিবিজি প্রেম;
গেম ভেবে দুমরে রাখি ইচ্ছার ফ্রেম
শেম! বলি হতচ্ছাড়া ভাবনার ক্রেন
টেনে তুলে স্বপ্নে পাওয়া ভরি ভরি হেম; ভূরি ভূরি কবিতার ছুরি ধার দিয়ে রাখি সেই প্রেম কাটব বলে;
কুড়ি কুড়ি বছরের পর পুরাতন প্রেম
এসে গলা টেঁপে; মেপে মেপে পথ চলা তবু।
হবু কনে হেসে উঠে বের করে জিভ
লিভ টুগেদার আমার কাছে সম্ভব নয়।
ভয় করি অদেখার প্রতি সমাজ রাষ্ট্র
পরিবার পরিনতি ভাবি।
খাবি খাওয়া জীর্ণ জীবনের জড়তা পেয়ে যাবে চাবি;
লাভই পাবি খুলে গেলে বন্ধ তালা
মেঘবালা মেরুন শাড়ী মেলে আয়
গায় মিলনের গান আজ আকাশ বাতাসে দেখ গায়; তোর ভেজা পায় নূপূরের নিক্কন ধ্বনি অমনি শোনা যায়! দখিনা বায়!!