স্বাদহীন পৃথিবীর ইচ্ছেরা পানসে হয়ে আসে; বিলীয়মান ধোঁয়াটে আকাশ অচেনা লাগে চারপাশে।
বিক্ষুব্ধ ক্ষোভ বোধের ভিতরে মাথা তোলে; হিংসার খোলস ভেঙে ক্ষুধার্ত বাতাসের কোলে চড়ে বসে ঝড়;
কাল বোশেখীর তান্ডবে কাঁপে থরথর; নড়ে চড়ে ঝাঁকুনি খেয়ে ওঠে হৃদয়ের ভেতরে বানানো ঘর।
আপন নাকি পর তরতর করে বেড়ে ওঠে সম্পর্কের জ্বর; আবার নতুন বাসা হবে শালিখের মুখে ঘাস-খড়।
আবার সময় বদলাবে আবার খুবলে খুবলে খাবে যাযাবর জীবনের হিংস্র
বেদনা মাখা কিম্ভূতকিমাকার স্বপ্নের স্বর!!