বেদনায় বিঁধুর শব্দগুলো
বিরক্ত ব্যাকারণ ছেড়ে আমার ছন্দহীন কবিতার ভেতর নিচ্ছে আশ্রয়।
সাশ্রয়ী জীবনের হিসেবি খাতার
পাতায় কাব্য গুরুত্বহীন।
মাছির মত তবু করে ভিনভিন
মগজের ভেতর এসে মুষরে পড়ে।
দুমড়ে মুচরে তারে ফেলে রাখি অনিচ্ছার তলে
ঢাকা পড়া সেই সব শব্দগুলো আবার নড়েচড়ে ওঠে
পাখা মেলে আঁধারে আকাশে
আলোর মুখ দেখবে বলে।
নিভে রাখা আলোক আধার শিখা ঘষে সলতে জ্বালায়!
আলোর কনা হয়ে ফেলনা শব্দগুলো উঠে আসে আমার কথামালায়।