চলে যাও আকাশচুম্বি স্বপ্ন নিয়ে
সমুদ্র উড়ে যাওয়া বাতাসের কাছে
হাতের তালুতে চাঁদ জোৎস্না চোখে
চলে যাও অবিনাশি কবিতার ছন্দ হয়ে দুমরে যাওয়া আবেগের কোলে।
একবার ছুঁয়ে দেখো ভেজা দুটি চোঁখ
শোক ছিঁড়ে গুজে দিও ফুল হাতে।
অথবা গভীর বর্ষার রাতে আষার
মুছে দিও প্রেমের মুদ্রার করে ।
ভুলে যাওয়া কবিতার পঙতিমালা
উপহার দেবে কি গো হৃদয়ের তরে
কাছে এসে একবার মিষ্টি হেসো।
মেঘ ডাকা সন্ধ্যায় বাতাসের বেগ
বেড়ে গেলে আমার বুকে আবার ফিরে এসো।