সময়ের সলতে পুঁড়ে ফুরে যায়
জীবনের তেল;
অলখেই পড়ে রই ভাবনার আকাশ
খেলে খেল।
সকাল খুঁড়ে খুঁড়ে দুপুর টেনে আনি
রাত তবু ছুটে ছুটে যায়;
বিকেল বিকল হবে! এমন যন্ত্র আছে কোথায়?
বেলা ওঠে বেলা বাড়ে বেলা ডুবে যায়।
সময় তার পথেই স্বতস্ফূর্ত চলে যায়।
গলে যায় সম্পর্কের বরফ কোন কালে
প্রিয়তমও ভুলে যায় সাদা কালো হলে!
আকাশ ভাঙি গড়ি জোৎস্না আমি ছিঁড়ি জানলায় হাত বাড়িয়ে;
অলিক স্বপ্ন পুঁড়ে ঐ দূরে ঘুরে ঘুরে যাই হারিয়ে।
সময়ের ঘোড়া আর গুলি ছোড়া যায়কি আনা ফিরিয়ে?
বোধের ঘাড়ে মারে চেতনার চাবুক আর বিশ্বাসের হাতুরি পেটায়;
ইচ্ছের ডানা ভেঙে দূর্ভাবনার দুঃখ মেটায়।