সহজ কথাগুলো আজকাল কেন জানি খট্ খটে কর্কশ লাগে;
সহজ মুখখানা তোমার আজ কেমন কিম্ভূতকিমাকার লাগে।
সহজ সম্পর্কটি আমাদের অস্পষ্ট অচেনা ঠেকে;
কে বসে কোথায় জানি বিঁধুর এক সুরের কবিতা লেখে।
কে যেন সারাদিন বুকটায় ব্যাথা হায় খুঁচিয়ে তোলে;
কার কু-প্ররোচনায় সহজ প্রেম প্রিয় ভোলে?
মাথার উপরে আকাশ খসে দিয়ে কে যেন হাত তালি দেয়!
আমার হৃদয়টাকে বুক থেকে টান দিয়ে কে ছিঁড়ে নেয়!
মাঝ দরিয়ায় টেনে নিয়ে আমাকে কে ফেলে আসে?
আমার কান্না দেখে ওগো হৃদয়হীনা কে সে মুচকি হাসে!
আমার কবিতার শব্দ নিয়ে কে যেন বিচ্ছিরি ছিনিমিনি খেলে!
আমার ভাবনা নিয়ে ঠোঁটে দূরের আকাশে বলো আজ কে ডানা মেলে?