এক আকাশ উদার প্রেম নিয়ে দাঁড়িয়ে আছি;
তুমি সাত সমুদ্রের পাড়ে কঁচলায়ে চোখ খুঁছিছো কারে?
আমাজানের ঘন অন্ধকারে!
আমার দুঃখ বিলাসী মন
তোমার বিনুনী খুলে দেখে যেন ছায়াপথ বন।
তোমার খোঁপায় খোঁজে ফুলের শপথ
নাকফুলে ঘাসফুল ফোটে
আমার হতাশ চোখে কিসের বেদনা দুই ঠোঁটে!
দুই হাতে নিশপিশ জাগে!!
হৃদয়ের শিলালিপি পড়ি প্রাচীন শহরে।
বুকের খাঁচায় পোষা পুরনো স্মৃতি করি উদ্ধার।
তোমার ভুলে যাওয়া কবিতার স্বর
অন্তরে জেগে ওঠা বালুকার চর
সব মনে পড়ে আমার।
গানের স্বরলিপি তাও বিস্মৃত তুমি
আমার মুখখানা মনে পড়ে কি??
আমার ডিঙির 'পরে চড়ে চড়ে
জোৎস্না কুড়ানো খোলা হাওয়া খাওয়া।
আমার আবৃত্তি শুনে ঘুমিয়ে যাওয়া
সব চাওয়া পাওয়া ভুলে গেছ প্রিয়
মনে নেই এসব তোমার একটিও ?!