সময়ের কক্ষপথ ছিঁড়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেছে
আমাদের উলঙ্গ নক্ষত্রের দিকে একটু উত্তাপের আশায়
হিম সাগরের বরফ গলাতে পারবে কি ধুমকেতুর লেজ?


তোমার নীল গ্রহের পিঙ্গল আকাশে একটুও বৃষ্টি নেই
আমার চোখের সায়রে দ্রবীভূত তিক্ত সব স্মৃতির দানা
তোমার মরুভূমিতে  মরীচিকার খাঁ খাঁ রোদ্দুর তেজ।


বয়সের সীমানা ভেঙে একদিন চলে এসো দেখবে
এখনও আমি উদোম গায়ে জোৎস্না মাখি রাতে
এখনও কবিতা লিখি চোখে সেই পুরনো আমেজ!