কবিতারা খেলতে আসে পৃথিবীর পাড়ে
সময় শেষে চলে যেতে হয়
কলমের কালি থমকে যায় নীবের ভেতরে
কবির অক্ষর অক্ষয়।


কবির হাত মরে যায় একদিন ঠিকই
তবু স্পর্শ করে পাঠকের চোখ
কবি ছুঁয়ে দেখে আমাদের হৃদয়
মরেনা কবির বর্ণ গন্ধময়।


ছড়িয়ে দেয় কবিতার আলো
প্রজন্ম থেকে প্রজন্মে
শুষে নিয়ে ধরণীর ক্যান্সার কালো
আপনার ফুসফুসে।


মরেও কবি বেঁচে আছে সর্বদায়
ছুঁটছে কবি এই যে বিশ্বময়
এ কি কবির জীবন্ত দৃশ্য নয়?
কবিরা অমর কবিতারা বিস্ময়!