হয়তো আসবে আবার
আমার শ্রাবণ থামাতে
তোমার মেঘলা চুল এলোমেলো
উড়ছে যখন অশ্রু ভেঁজা বাতাসে।
আমার আষাঢ়ের আসার
ভালবাসার বজ্রপাতে কেমন
গুরুগম্ভীর হয়ে ওঠে বিরহ নিনাদ!
অকালপক্ক প্রেমের অকালমৃত্যুর কালো
কাব্যগাঁথা গাইবে অজানা নক্ষত্রের
অচেনা অদ্ভূত সব আলো!!
আকাশের নিচে কতবার আসবে অমানিশির চাঁদ
কতবার কাঁদবে পূর্ণিমার অশ্রু জোৎস্না ভেঁজা রাত।