দিকভ্রান্ত আকাশ ছুটে চলে অজানা মহাশূণ্যের দিকে
অচেনা নক্ষত্রেরা ক্রমশ হয়ে ওঠে চিকচিকে
ক্রমশ চেনা মহাকাশটিও হয়ে আসে ফিকে......


ক্রমশ বিলীন হয়ে যায় আমাদের কক্ষপথের রেখা
ক্রমশ দূর্বল হয়ে ওঠে সব মহাকর্ষীয় প্রেম
ক্রমশ কাছে আসে এক কৃষ্ণগহ্বর অদেখা...


জোৎস্না মাখা তোমার সে মুখ হারিয়ে যায়
কামিনীর গন্ধমাখা শরীর তোমার ভুলে যাই
ভুলে যাই যে কবিতা তোমাকে দিয়েছিলাম লিখে.....