হৃৎপিন্ডের দেয়ালে
আমার ঝুলে আছে এক ঝাঁক তীব্র ব্যাথা
হৃদয়ে ছটফটে
যেন ডানা কাটা বিহঙ্গ রক্তাক্ত কবিতা।
বিকিরিত ক্ষোভ
জমা হয় বুকে বিন্দু বিন্দু অভ্রের মতো
কষ্টের পুঁজ
ঝরায় অহর্নিশি বিষম এক পুরনো ক্ষত।
বিভৎস স্মৃতি
তাড়া করে আমায় অবিরাম স্বপ্ন মাঝে
শীতল শোকে
কবিতার শব্দ আমার হিম হয়ে আসে।