বেখেয়ালি মন আলগোছে পড়ে আছে
তোমার সিথির ধারে মেঘের পাশে
কমলা রোদের মুখে পড়ে থাকে স্থির
দৃষ্টি আমার মুগ্ধতার ভ্রু-যুগল বাঁকা
দ্বিতীয়ার চাঁদ।


সুগন্ধী শরীর অবাধ জোৎস্না মাখা ফাঁদ
ইচ্ছেরা ঝাঁকে ঝাঁকে আগুনের উত্তাপ
ছু'তে চায় অনুপম হাসির মদ পান করে
মিটাইতে সাধ।


অগাধ প্রেম জমে গাঢ় হয় আরো
সোনালি চোখের পাঁপড়ি কাঁপে
প্রজাপতি বসে থাকে বসন্তে আর
তোমার সাজানো দু'হাত!