ছোট্ট বেলার খেলার সাথীর
হারানো সেই প্রিয় মুখ
মনে পড়তেই হু হু করে হায়
কাঁদিয়া ওঠে যে বুক।।


তার স্মৃতি আজো তাড়া করে ফিরে
প্রিয় সে মুখের জলছবি আমাকে নেয় ঘিরে
সে স্মৃতি কাটার মত এ বুকে
বিঁধে আছে কত যুগ।।


কত খুঁজেছি তারে যমুনা পাড়ে
শরতের কাশবনে
আর শিমুল পলাশ ফুটেছে যখন
বসন্ত ফাল্গুনে
খুঁজেছি বকুল তলে ঝরা ফুল কুড়াতে
থাকিত সে উন্মুখ।।