আরো একটি অঘ্রাণ চলে যাবে
কুঁয়াশারা আরো গাঢ় হবে
শিশিরেরা ঝরবে বেশি আরো
তোমার মুখখানা স্পষ্ট হবে আরো
মনের গহীনে।


গাঙচিলের ধূসর ডানা চোখে পড়বে কারো
পানকৌড়ির ঠোঁট কেঁপে উঠবে আবারো
পৌষের দিনে শীতল নদীর হিমেল হাওয়ায়।


তোমার শরীর ধোয়া জল
ভেঁজা শাড়ীর আঁচল ছুঁইবে খেসারি কলাই ক্ষেত
আজো ভাবি
অনভিপ্রেত হয়ে যাবে পথে দেখা
যদি আবারো ছু`তে পারি কোনদিন
তোমার হাতের তালুর রেখা......