তোমাদের কাছ থেকে একটি আকাশ পেয়েছি সত্যে
উড়তে পারার সুখ পরখ করতে পারি নাই এখনো
তোমাদের রক্তের ঋণে পাওয়া সূর্যের আলো
জ্বলছে কেবলি ক্ষমতাবতীর শাড়ীর ভাঁজে
স্বাধীনতার সুবিধাভোগীর দালানের
কার্নিশে কার্নিশে।
আমাদের কুঁড়ে ঘরে বিজয়ের ক্যামেরারা
উঁকি দেয় বছর বছর ভিক্ষে পাবার প্রতিবেদনে
কাগজের প্রচ্ছদে ভেসে ওঠে বিরল প্রতিযোগীতায়
তোমাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা আজ কেবলি হয়েছি
খবরের প্রতীক বিশেষ দিনের বিশেষ আয়োজনে।
আমাদের বিজয় উপহার কেবলি কি আমাদের উপহাস তবে?