আমার রক্তের ভিতর আছে বায়ান্নর বীজ
রফিক জব্বার সালাম বরকতেরা
ঘুমিয়ে আছে
এইসব শান্ত ছেলেরাই একদিন বুলেটের সামনে
দাড়িয়ে যাবে
নির্ভীক নিশ্চল পাহাড় হবে অন্যায় অবিচার জুলুম
স্বৈরাচারীর সমন উপেক্ষা করে একদিন ঘরে তুলবে
মায়ের স্নেহের ফসল আমাদের সত্যিকারের স্বাধিকার
আমাদের মু্ক্ত বাক কি অবাক! ভোটের আর ভাতের
অধিকার ছিনিয়ে আনবে একুশের উত্তরসূরী সন্তানেরা;


মুখে যতই সমুদ্র বরাবর উঠুক ফেনা
বায়ান্ন একাত্তর অথবা নব্বইয়ের গল্প
ছলচাতুরী ধূর্ত পরিকল্পনা আর নয়ন ভরা দৃশ্যমান উন্নয়ন
অথবা ইলেকশন ইন্জিনিয়ারিংয়ের সুকৌশলী ছক
ভেঙে বের করে আনবে আমাদের গণতন্ত্রের একুশ
মনে রেখো শুনে রাখো জোড় করে বুকে বসা
রাজনীতির ধর্ষকের দল,
আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারেনা
এ দেশ বায়ান্নর ফসল।


ইতিহাস বলে কোনকালে
রক্তের সাথে বেঈমানি করে কেউ টিকতে পারে নাই
জেনে রেখো ব্রিটিশদের সাথে আঁতাতকারী থেকে
আজকের মীরজাফর তোমরা কেউই চিরস্থায়ী নও
ক্ষমতার মসনদ আর বুলেট কোনটাই
বাংলাকে বেশিদিন চেঁপে রাখতে পারে নাই!


ইতিহাস মনে রাখবে সব
জোর-জবরদস্তীর শাসনের ছাঁপ
মুক্তির ঔরসেও জন্মাতে পারে পরাধীনতার পাপ!!!