শব্দ শিকারী হাত রাতের সাথে পাল্লা দিয়ে
কেমন ক্ষেপিয়ে তোলে গভীর নিশাচর ছন্দ
ক্রমেই বাড়ে শুধু দ্বন্দ্ব ভাবনার গহীনে।


আমি একাকিত্বকে জাগিয়ে তুলি আমার
খসখসে অনুভবের ছোঁয়ায় কিন্তু তোমার কোমল
চুম্বন চুম্বকের মত টেনে রাখে  আমার অর্ধেক মন
শয্যার কাছে;


লজ্জার মাথা খেয়ে নিশাচর সুখ
টেনে নেয় বুক কবিতার ছন্দ পতন ঘটে
ছটফটে অশান্ত বাঁশবন কাঁপে ফল্গু হাওয়ায়
মিলে যায় কবিতার চরন নিশুতি বলাকার জোড়
আঁচড় কাটে ডানা ঝাঁপটায় ঘেমে ওঠে ক্লান্ত রাত।


কেমন এলিয়ে পড়ে আমার কবিতার কলম
তোমার শান্তির ঘুম এখন আসবে নিমিষে!
বেহুশ রাত চলে যাবে জড়াজড়ি করে
এলোমেলো কবিতার অলংকারে
হয়ত বাঁজবে নিক্কন!!