দিগবলয়ে গোধূলির ঈষৎ বক্র যে আলোর রেখা
টিকরে পড়ে
তোমার আঙুলের অঙ্গুরীতে
আমি হেটে চলি সেই পথ ধরে
আমি যতনে তুলে রাখি বুকের পাশে
উদগীর্ণ দূষিত যে প্রেম ঝরে
কারো কমল কোমল করাঘাতে।


তোমার দীঘল এলোচুলে অপরাহ্নের
ভুলোমনা প্রজাপতি এক বসে থাকে
আমি অবিরাম দেখি সে নয়নাভিরাম
আমধুর দৃশ্যাবলী
তোমার রূপের আপণ ঘরে
জানি নষ্ট ভ্রমর কিলবিল করে
স্পষ্ট পাঁপড়ির ভাঁজে ভাঁজে ;
মধুলোভী কীটেরা
ঘুরছে শুধু তোমাকে
কষ্ট দেবার মস্ত ছঁকে।


তবু তোমাকে সাবধান করি
তবু দেখি প্রতারনার
সহজ কৌশলগুলি
আর তোমাকে বারবার বলি
সাবধান হও।