এক যুগ চলে গেছে
তোমাকে আঁকড়ে ছিলাম পড়ে
নীরবে নিভৃতে শুধু তোমারি
বাতাস টেনে নিয়ে বুকের ভেতর
পেয়েছি শান্তির শ্বাস;


বিশ্বাস করে গেছি
অর্থই অনর্থের মূল নাকি ভুল
করে গেছি এতদিন তোমাকে
মিছে ভালবেসে
জীবনকে দিয়েছি শুধু অবকাশ!


ত্রাস আর সন্ত্রাসে
গিলে গেছি গোগ্রাসে
অবদমিত মনের শাসন
তবু প্রিয় তোমার সবুজকে
হৃদয়ে দিয়েছি আসন
বিদায় বলতে পারবনা
এতদিনে গড়ে ওঠা
তোমার ঘাস মাটি
ইট কাঠ পাথরের প্রেম।