কেউ তো পথ চেয়ে আছে
পথের শেষে কেউ তো দাড়িয়ে আছে?
যে পথ চলে গেছে পথ বেয়ে বেয়ে আজন্ম
প্রিয় মাতৃভুমির দিকে প্রতীক্ষা করার মত
কেউ নেই যার তার পা বরাবর..
কেউ তো কেউ ঠিক আছে? ছেলে বেলায় ঘুরে বেড়ানো
পথের ধুলো চেনে কি আমায়?
অশ্বথের সেই গাছ দুরন্ত ছুটে চলা মাঠ?
কেউ না?
কেউ কি চিনবে না আজ?
জোড় পুকুরের পাড় এক জোড়া আম গাছ
যেখানে ছিল আমাদের কৈশোর..সুখ..
নেই পাষাণ করাত কোনো কেটে নিয়ে গেছে এই বুক!
আমাকে দেখলেই কাছে নিয়ে পিঠ চাপড়ে দিত ঈশারায়
বলত তুই বড় ভালো
দেখছি না আজ সেই পাগলীও
কতদিন দেখি না আমি যার মুখ;
কেউ কি নেই আজ?
আমার ছেলাবেলার এক সহপাঠী
খেলতো যে ভালো ফুটবল অভাবে তাদের
সংসার অচল পড়াশুনে ছেড়ে
খেলাধুলা ফেলে শুনেছি সে করে না কি দল!
হয়ত বখে গেছে নেতার আশির্বাদে আজ
সে নিয়েছে দখল!
হয়েছে ইজারাদার!!
ঘুড়ি ওড়ানোর সেই মাঠ আজ
বেদখল উড়ে না তো ঘুড়ি
আজ কেউ খেলে না তো আর
সেখানে বসে নাকি মাছের বাজার!!


এখন এখানে কেউ নেই
যে জানে
আমার এক পোষা পাখি ছিল
ঝুটি শালিখ ছিল ঠোট নেড়ে
কথা বলত ময়নার মতো;
অপমানে অভিমানে হয়ত অন্যখানে
চলে গিয়ে আজ সুখে আছে!
পথের শেষে এসে দেখলাম
আমার প্রতিক্ষায় এই গাঁয়ে কেউ নেই
সেই পরিচিত গ্রাম আজ নেই
এ এক অপরিচিত!
আমি ও অবাঞ্ছিত তাই!!