আমার কবিতার মুখ বাধা
ত্রাসের কাপড়ে; সত্য বলতে আজ দ্বিধা
সিধা সাপটা বলতে মানা
এক অঘোষিত নিষেধাজ্ঞার ফরমান
মেলেছে ডানা বেধেছে দানা
মাতৃভুমির প্রতিটি বাতাসের কণায় কণায়
সাপের ফণায় বসে ক'জন
লিখতে পারে আর বিষহরী গল্প..
নাম প্রকাশে অনিচ্ছুক কবি আমি তাই;


উড়তে মানা নেই
আমার কবিতার তাই ডানা কাটা !
ভালো ভালো খাবারে খাচায় পাখি পুষে রাখা
আমার এই দেশ উন্নত মাথা তুলবেই
শুধু আনত বিবেকটা রেখে দেব ঐ
ক্ষমতাবতীর পায়ের তলায়..!!!