সত্য বড়ই সহজ তবে কঠিন কঠোর
হয় মাঝে মাঝে তেতো ঔষধ গিলতে হয়
মাঝে মাঝে ভালোর জন্যই হতে হয়
পাষাণ পঁচন ধরা পা কেটে ফেলতে
হয় সমস্ত দেহকে বাঁচাতে গিয়ে;
কিছু অনিবার্য মৃত্যুকে মেনে নিতে হয়
লক্ষ জীবনকে নিরাপদ রাখতে
নীরিহ সুত্র সর্বত্র হয় না মহান...
ধর্ষককে চুমু খেয়ে বলা যায় না
আজকের মতো ক্ষমা করে দিলাম!
তাই চলো চোখ মেলে দেখি কঠোরতা
স্রষ্টাকে ফাঁসীর দড়িতে ঝোলানোর
পূর্বেই দেখে নেই নিজেদের বর্বরতা...
মহাসমুদ্রের জানা অজানা প্রাণীর
শরীরে কে জ্বালায় লন্ঠন? খাবার
যোগায় কোন সাম্যবাদী আর করে
বন্টন কে? পৃথিবীর ভেতর অথবা
বাইরে দূর মহাকাশে কেন চলে
প্রকৃতির চক্র? আর কে বিঘ্ন ঘটায়?
কোন নচ্ছার? প্রশ্ন তোলে স্রষ্টার
সাম্যবাদে বিষ ঢালে কে?
মানবতার কাতারে পুশ-ইন
করে অবাস্তব গোঁজামিলের থিওরি?
চকচক করলেই হয় না সোনা
বিদ্রোহ করলেই নায়ক হওয়া
যায় না সর্বদা সর্বপরি...
চলো এক স্রষ্টার কাছে শান্তির কাছে
এক মহাসফলতার কাছে আত্ন
সমর্পণ করি...
নতুবা বিগ্রহবিহীন বিশৃঙ্খলাহীন
মহাবিশ্ব পরিচালনার দায়িত্ব তুলে নাও
নিজের কাঁধে স্রষ্টাকে বাদে ডেকে নাও
আছে আজব গজববাদী সহায়ক যতো...!
দেখি কতক্ষণ চালাতে পারে তোমাদের
অহমিকার জ্ঞানের গৌরব কতো..?