জন্ম থেকেই এক তারার আলো
ছুটে আসছে আমাদের পৃথিবীর দিকে
এখনো আলো তার এসে পৌছেনি হায়!
সেকেন্ডে যে আলো যেতে পারে
এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অথবা
তিন লক্ষ কিলোমিটার প্রায়!!
কত দূরে তবে আছে সে তারা খানা ?
আর,কতদূরই বা বিশ্ব জগতের সীমানা?
হে খোদা,
অসীম তুমি অসীম তোমার
সৃষ্টি বিশ্বজগতে!
এ কথা জানাতেই মানুষ ছোটাও
ঐ মহকাশ পথে!!
যারা বিশ্বাস করে না তোমায়
তুমি তাদেরই কান ধরে
গবেষণা করে প্রমাণ মেলাও
বিশ্বাসীদের তরে!!
কে বুঝিবে তোমার কৌশল
মহা কৌশলী তুমি হায়!
ধর্মের বুকে আছে বিজ্ঞান
বিজ্ঞানের বুকে ধর্ম ঘুমায় !!


স্রষ্টা আছে কি নাই
কেউ ছোঁড়ে প্রশ্নের বাণ!
আসুক তবে ঐ তারার আলো
না হয় সে দিনই করবো প্রমাণ!!
সব সৃষ্টিকে খুঁজে পাওনি আজকে
পেয়েছ কি শতভাগ?
স্রষ্টাকে তবে চাও হাতে নাতে
আমি হই হতবাক!!