আদিম ইচ্ছেরা টগবগে ওঠে
মিশে যায় বিহঙ্গের ঠোঁটে
এক জোড়া গাঙ শালিখের পাখনায়
ধূসর ইচ্ছেরা চক্ চকে ওঠে।
মেটে ইঁদুরের গন্ধ মাটির গর্তের বুকে
একবার শুঁকে নেয় শিয়ালের মুখে;
ধূর্ত খায়েশ ছিঁড়ে ফিরে আসি স্বভাব সৈকতের তটে;
বাঁশপাতা মাছ গুলো চলে যায় বলাকার পেটে।
ঘেটে ঘুটে অন্ধকারে তারে আমি খুঁজে মরি মিছে;
প্রবঞ্চক পুরুষেরা অনেকে লেগে আছে পিছে।
আমার ইচ্ছে ডানায় মানায় না দূরের কোন পথ;
আমার হৃদয় নিংড়ে ঝড়ে পড়া একটি শপথ।
জমা আছে সব ব্যাথা আকাশের ঐ নীলে যত;
আমার দুঃখ গুলো তোমাকে ভালবাসায় রত।
শত হোক শত তোমাতে মিশতে আমি নিরত।
উদোম বৃক্ষগুলো যেমন বেমানান রাস্তার পাড়ে;
হাড্ডিসার স্বপ্নের কংকাল আমার ঘাড়ে।
তুমি তুমি তুমি বলে ডাকিছ কারে
আমি আমি আমি বলে কষ্ট সমাহারে;
কতদিন ফিরে এলাম তোমার দ্বারে!
তাজ্জব গল্প হায় কে শুনে বিনে পয়সায়;
মুদ্রাদোষে কাঁদে আমার প্রেম কুয়াশায়।
তুমি হাসো মিথুন চন্দ্রিমা রাতে
আমি আকাশের তারা গুনি সব নিশুতির সাথে।
আমি হাতে নিয়ে শুঁকনো মালার পরাগ রেনু;
কে করুন সুরে দূরে বাজায় বেনু?