তোমার কবিতাখানি ভাঁজ করে
রেখে দেই আমার বুক পকেটে।
যখনই মনে হয় পড়ি
কল্পনায় ছুঁয়ে দেই তোমার সুগন্ধী অলকগুচ্ছ।
আনন্দে নাচায় পুচ্ছ হৃদয় ময়ুর।
নৌকা ভাসাই সুখ সমুদ্রের জলে
পলে পলে তুমি ভেসে ওঠো
আমার স্মৃতিপটে।
তোমাকে ভুলতে গেলে ভাসে
সেই কবিতা মনে
অজান্তেই চলে আবৃত্তি ঠোটে
কেউ পাগল ভাবে কেউ ভাবে
উন্মাদ প্রায়।
আমি জানি কোন বিশেষণ আমাকে
ভাল মানায়;
আর জানো তুমি মৌসুমি।