যখন রাত্রি নামে পৃথিবীর বুকের গহীনে
নীল অন্ধকার জমে যখন আকাশের ভাঁজে
হঠাৎ তখনি আমার নীরব এ বুকে
তোমারি শুন্যতার অনুভুতি বাজে ।


তোমারি শাড়ীর গন্ধ কোথা থেকে যেন
হঠাৎ ভেসে আসে;
তুমি নাই অথচ অমানিশা এই বিভোর
রাতের বাতাসে;
তোমাকে পাবার সুতীব্র নেশা জেগে ওঠে
দুটি চোঁখে-দুটি ঠোটে ;
তোমার জন্য শুধু দুটি হাত আমার
স্পর্শ পাগল হয়ে ওঠে ।


আমি চাই সারাদিন-সারাক্ষণ
সকালে কি বিকেলে
আমার স্পর্শ লেগে থাকুক-
তোমার চুলে-তোমার কপালে ।