তোমার সাথে হৃদয়ের নিষ্ঠতা যেন বহু সফর আগে থেকে।
মাঝ শাওনের উন্মনা কোন বিকেল ছাতে কিংবা
রবিউলের শেষ রাতের ভিজে ঘাসে,
হয়তোবা মাঝরাত আড়াল করা গোপনীয়তায় —
কয়েদখানার দেওয়ালে তোমার সাথে ডিফিউসন চলত।জেন্ডার বায়াসিং ঘটেনি কখনও, রূপ-রঙের কারবার
আমার ফেভারে চলে সবসময়ই;
মাথার ভেতর তুমি কেবল চু-কিত্-কিত্ খেলতে থাকো।
এখন প্রেয়সীর প্রশ্রয় চলে, সমুদ্রের তলদেশ থেকে তোমার অস্থিরতা স্পষ্ট ফুটে ওঠে আলতো স্পর্শে।
ফোর্থ ডাইমেনশনের কল্পনায় দৃশ্য জগৎ আকছার চিতিয়ে পড়ে।
ভিতর আঁচে মনে হয় — আমি কি সত্যিই আজন্ম আমাতে আছি, বা তুমিও কি আছো (আমার অবয়বের ঠিকানা নিয়ে মাঝসমুদ্রে)।


তখন সমুদ্র ঈষৎ বিরামপ্রাপ্ত হয়ে দৃষ্টিতে ধরা দেয়। মুহূর্তে ব্যাপ্ত চরাচর হঠাৎ এই বোধ করে যে, এনট্রপি ইজ্ ইকুয়ালস্ টু জিরো।