নতুন শহর নাহি আছে চেনা
অলি গলি মোর দাড়ানোর ঠিকানা,
ভোগের তরে শুকনো রুটি
তৃষ্ণা লাগলে গাঙ্গের পানি
বিলাস বহুল এ শহরের মাঝে
অভাগা এক রিকশাওয়ালা আমি ৷


সকাল বেলা ছুটি সদা
যদি মিলে এক যাত্রির দেখা
ইন্জিন মোর পায়ের কব্জি
লাগামের ন্যায় হাতল ধরি
পাঁচ টাকাই আজ আমার কাছে
খোকার জন্যে বহু দামি
টাকায় ঘেরা এ শহরের মাঝে
অভাগা এক রিকশাওয়ালা আমি ৷


দুপুর শেষে ক্লান্ত বেশে যখন মোড়ে বসি
হাকে দোকান থেকে বলে রাস্তার লোকে
ঐ শালা তুই পাগল নাকি
সরা তোর ভাঙ্গা গাড়ী,
বিশাল এই শহরের মাঝে
অভাগা এক রিকশাওয়ালা আমি ৷


দিনের শেষে যাইবা জুটে
ছুটি বাজার পানে
পঁচা মাছ আর শুকনো তরকারি
তাহাই নিয়ে ছুটি
আমি গেলেই আমার বাড়ীর
জলবে চুলার হাড়ি
আহা সুন্দর এই ভবসংসারে
অভাগা এক রিকশাওয়ালা আমি ৷.