আবার তোরা মানুষ হ'


কে তুমি ?  
কি তোমার ঠিকানা  ?


তন্দ্রাহত চোখটি মেলে -
যখন চাইলেম তোমাদের পানে।
কী বিস্ময় তোমাদের ?
অবসন্ন দ্যুতি আছড়ে পড়ল সে অবয়বে !


কিন্তু কেন ?
আর কিভাবে হলো ?


হাজার বছরের তাজা রক্ত -
জমাট বেঁধেছে কখন !
বারবার নির্যাতিত হয়েছি,
লজ্জায়, অভিমানে বিবেকে মরচে পড়েছে ।


এভাবে কতদিন ?
জাগো না কেন ?


শুনতে পাই ধরণীর কম্পন,
অগ্নিগর্ভের অট্টহাসিতে,
আলোকিত চারপাশ,
উত্ক্ষিপ্ত স্ফুলিঙ্গ শিশুর বিজয়ী হুংকার।


আমি বঙ্গবন্ধু দেখিনি,
দেখেছি সোনার বাংলা।


আমি যুদ্ধের আহ্বান শুনিনি,
অনুভব করেছি উদ্বেলিত রেসকোর্স।


যুদ্ধে যেতে পারিনি,
শিউরে উঠেছি বীরাঙ্গনা'র আর্তনাদে।


এখনো মানুষ হতে পারিনি,
আমার ঠিকানা তাই পরিত্যক্ত  ভাগাড়ে।


আজ বড় ক্লান্ত,
কত নির্ঘুম রাত্রি আমার একান্ত সঙ্গী  ?
এক বিশুদ্ধ সকালের অপেক্ষায় !
আমার এ জাগ্রত শব।