এমন একসময় আসবে যখন থাকবে না কোন উল্লাস
নিরাশায় ছেয়ে যাবে জীবন আর রবে শুন্য আকাশ,
চারিদিকে শুধু অসীম কষ্ট আর অসহ্য যন্ত্রনা,
সকল আর্তনাদের সাক্ষী শুধু তোমার অপূর্ণ কামনা ।
নষ্ট করেছ কত সময়,ক্লিষ্ট করেছ আপনারই জীবন,
সেই সময় আজ নিয়েছে প্রতিশোধ,করেছে দংশন।
আজ তুমি বড্ড একা যার নেই কোন ঠিকানা
কোথায় আজ দাম্ভিকতা?সেই আকাশচুম্বী বাসনা?
জীবনের খারাপ সময়ে এসে আজ তোমার পরাজয়;
এর জন্য দায়ী শুধু তুমি তাই পৃথিবীও আজ নির্দয়,
যদি সফলতাকে কাছে চাও তবে এখনি ঘুরে দাঁড়াও
অসময়ের মোকাবেলা করে তাকে কঠিন জবাব দাও,
দুশ্চিন্তা দূর করে অক্লান্ত পরিশ্রমের সাথে পা বাড়াও;
অসম্ভব নয় কিছুই,সবাইকে তার অকাট্য প্রমাণ দাও।
খারাপ সময়ে হাসবে সবাই,হাজার নীতিকথা উড়াবে,
তোমার সাফল্যে তারাই এসে আবার পদতলে লুটাবে,
মনে রেখো এ জীবনে কেউ কারো নয় সবাই স্বার্থপর,
কাউকে আপন করে ভাবাও এখন কালবৈশাখী ঝড়
নিজের কিছু না থাকলে তুমি সবারই কাছে হীন;
তোমার অস্তিত্বই নেই তখন,নিঃসন্দেহে বিলীন
ভুল থেকেই শিক্ষা নেয় মানুষ,তুমিও যে নও ভিন্ন
সবাইকে দেখিয়ে দাও তুমিও হতে পারো বরেণ্য ।
একনিষ্ঠ চিত্তে লেগে থাকো,সফল তুমিই হবে,
করতালি আর প্রশংসা দেখে তুমি হাসবে নীরবে।
সুখ-দুঃখ নিয়েই তোমার জীবন,কিছুই চিরস্থায়ী নয়
কষ্ট না থাকলে কি কখনো মধুময় হতো এ বিজয়?
অসীম চেষ্টা ও শ্রম দিয়ে ছিন্ন করো বিজয়ের দুয়ার,
পরিশ্রমলব্ধ কার্যের দ্বারাই করো আধিপত্য বিস্তার।
নিজেকে ভাবো দুর্বার,ভেঙে ফেল দুর্ভেদ্য দেয়াল,
নিজের পরিচয়ে পরিচিত হও,বাকিসব অন্তরাল ।
ধৈর্য্য ধরে চেষ্টা করেই না হয় দেখো,সফলতা অচিরেই আসবে;
বইয়ের পাতায় তাই আজও লিখিত "Rome was not built in a day"